সুরেন্দ্রকুমার সিংহ

Bio: গল্পকার সুরেন্দ্রকুমার সিংহের জন্ম ১৯৫৬ সালের ৩১ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে। পিতা বসন্তকুমার সিংহ ছিলেন নামকরা পণ্ডিত, মাতা ইমানু দেবী। উচ্চমাধ্যমিক পড়াশুনার সময় থেকে লিখালিখি শুরু। কৃষ্ণকুমার সিংহের সম্পাদিত ‘খঙচেল’ পত্রিকার ‘রাজবাবুর জ্বালা’ সুরেন্দ্রকুমারের প্রথম প্রকাশিত গল্প। পরবর্তীতে মিঙাল, ব্যাকরণ, মণিপুরি থিয়েটার পত্রিকা, পৌরি পত্রিকা, কৈলাশহরের ‘ফিরই’ প্রভৃতি পত্রিকায় তাঁর গল্প প্রকাশিত হয়। এছাড়া বাংলায় অনূদিত হয়ে বাংলাদেশের জাতীয় পত্রিকা ও সাহিত্য ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছিল তাঁর কিছু লেখা। ২০১৬ সালে চাকুরি থেকে অবসর গ্রহণের পর লেখালেখিতে পূর্ণ মনোনিবেশ করেন।

সুরেন্দ্রকুমার সিংহ