শ্রী দীন নাথ সিংহ

Bio: জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার তিলকপুর গ্রামে। ১৯৩৮ সালে ত্রিপুরার কৈলাশহর পদ্মকিশোর ইনস্টিটিউশন থেকে মেট্রিকুলেশন পাশ করে ১৯৪০ সালে শিলচর নর্মাল স্কুল থেকে শিক্ষকতার প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করার পর কমলগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রাতিষ্ঠানিক কর্মজীবন শুরু করেন। ১৯৬০ সালে পাকিস্তান ক্ষত্রিয় মণিপুরী শান্তি রক্ষা কমিটি গঠন করে পূর্ব পাকিস্তানের গভর্ণর এম. মোনায়েম খান সাহেবের সাথে আলোচনাপূর্বক পাকিস্তান সেন্সাসে মণিপুরীদের আলাদা জাতিসত্ত্বা হিসেবে পরিচয় লাভের গৌরব এনে দেন। এছাড়া তিনি মণিপুরী তাঁতশিল্পের উন্নতির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সাংস্কৃতিক অস্তিত্ব সংকটকালীন রেনেসাঁর জন্ম দিয়েছেন।

শ্রী দীন নাথ সিংহ